যুক্তরাষ্ট্র নারী দলের প্রধান কোচ চন্দরপল
কোচ হলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার শিবনারায়ণ চন্দরপল
প্রথম নিউজ, ডেস্ক : যুক্তরাষ্ট্রের নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার শিবনারায়ণ চন্দরপল।
রোববার দেড় বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্র জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন চন্দরপল। একই সঙ্গে মেয়েদের অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্বও সামলাবেন তিনি।
২১ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে ওস্টে ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন শিবনারায়ণ চন্দরপল। চলতি বছরের শুরুতে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল জ্যামাইকা।
এবার আরও বড় দায়িত্ব পেলেন ক্যারিবীয় ব্যাটিং গ্রেট। যুক্তরাষ্ট্রে মেয়েদের ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখাতে পারবেন বলে উচ্ছ্বসিত ৪৭ বছর বয়সী চন্দরপল বলেন, যুক্তরাষ্ট্র জাতীয় নারী দল ও অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ পেয়ে আমি রোমাঞ্চিত। আমি খুব আগ্রহের সঙ্গে যুক্তরাষ্ট্রের মেয়েদের ক্রিকেটের অগ্রগতি অনুসরণ করছি। এবার নিজে সম্পৃক্ত হতে পেরে আরও বেশি ভালো লাগছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews