কিয়েভে জেলেনস্কির সঙ্গে সুইডেনের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী মাগদালেনা অ্যান্ডারসন

কিয়েভে জেলেনস্কির সঙ্গে সুইডেনের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
কিয়েভে জেলেনস্কির সঙ্গে সুইডেনের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী মাগদালেনা অ্যান্ডারসন।  

স্থানীয় সময় সোমবার দুপুরে তারা প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতার বিষয়ে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন। খবর আলজাজিরার।

এতে জেলেনস্কি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে এ ধরনের নথি এটিই প্রথম। যৌথ বিবৃতি আমাদের উভয় দেশের ক্ষেত্রে মূল বিষয়গুলো নির্ধারণ করে। এটি বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা, পারমাণবিক শক্তি, শক্তি দক্ষতা এবং ইউক্রেনের জন্য আর্থিক সহায়তার ক্ষেত্রে প্রযোজ্য।

ইউক্রেনে মানবিক সহায়তা প্রদানের জন্য সুইডেনকে ধন্যবাদ জানান জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনের কয়েক লাখ মানুষ এখন সুইডেনে আছেন এবং দেশটির সরকার তাদের সহায়তা দিয়ে যাচ্ছে।

জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের এই কঠিন সময়ে ইউক্রেনের নাগরিকদের প্রতি সুইডেনের আন্তরিক সহযোগিতা আমরা সব সময় মনে রাখব।  

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom