মায়ের মৃত্যুর পর স্মৃতি ভুলতে যা করতেন প্রিন্স হ্যারি

মা প্রিন্সেস ডায়ানার মৃত্যুর সময় প্রিন্স হ্যারির বয়স ছিল মাত্র ১২ বছর

মায়ের মৃত্যুর পর স্মৃতি ভুলতে যা করতেন প্রিন্স হ্যারি
মায়ের মৃত্যুর পর স্মৃতি ভুলতে যা করতেন প্রিন্স হ্যারি

প্রথম নিউজ, ডেস্ক : মা প্রিন্সেস ডায়ানার মৃত্যুর সময় প্রিন্স হ্যারির বয়স ছিল মাত্র ১২ বছর। মায়ের মৃত্যুর শোকে কাতর হয়ে যান প্রিন্স হ্যারি। শোক ভুলতে সবসময় নিজের সঙ্গে মায়ের ব্যবহৃত পারফিউমের বোতল রাখতেন হ্যারি। মৃত্যুশোক ভুলতে সান্ত্বনা হিসেবে কাজ করত সেই পারফিউম। খবর ইন্ডিপেন্ডেন্টের। 

আত্মজীবনীমূলক গ্রন্থ 'স্পেয়ারে' এসব বর্ণনা করেছেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি। তিনি লিখেছেন— মায়ের স্মৃতির কথা মনে পড়লেই পারফিউমের বোতল খুলে ঘ্রাণ নিতাম আমি।  

গোলাপ, জুঁই ও চন্দন ফুলের সুবাস পাওয়া যেত ওই পারফিউমে। প্রিন্সেস ডায়ানার সবচেয়ে প্রিয় সুগন্ধি ছিল এটি। 'স্পেয়ার' গ্রন্থে পিতার সুগন্ধি ব্যবহারের স্মৃতিকথাও বর্ণনা দিয়েছেন প্রিন্স হ্যারি।  

প্রসঙ্গত, ১৯৯৭ সালে মধ্যরাতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ফ্রান্সের পিটি সালপিত্রিও হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন প্রিন্সেস ডায়ানা। তবে তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছিল ধূম্রজাল। দুর্ঘটনাজনিত মৃত্যু নাকি হত্যা এই রহস্য আজও উন্মোচিত হয়নি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: