মোহাম্মদপুরে দলবদ্ধ হয়ে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ছিনতাই

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুরের বছিলা গার্ডেন সিটি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুরে দলবদ্ধ হয়ে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ছিনতাই

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে দলবদ্ধ হয়েছে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীরা অনেকের ওপর হামলাও করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুরের বছিলা গার্ডেন সিটি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা থেকে রাত প্রায় সোয়া ৮টা পর্যন্ত এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে ১৬-২০ বছর বয়সী তরুণদের প্রায় ৩০ জনের একটি গ্রুপ ধারালো অস্ত্র দিয়ে বছিলা গার্ডেন সিটি হাউজিং এলাকায় মহড়া দেয়।

এ সময় তারা কয়েকজন পথচারীকে ছুরিকাঘাত ও মারধর করে মোবাইল ফোনসহ টাকা ছিনিয়ে নেয় এবং আশপাশের ১২-১৪টি দোকানে ভাঙচুর চালিয়ে মালপত্র ছিনিয়ে নিয়ে যায়। ছুটির দিন ঘুরতে বের হওয়া লোকজন এই ছিনতাইয়ের শিকার হয়েছেন বেশি।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক ভূঁইয়া বলেন, একদল লোক দোকান ভেঙে মালামাল লুট করে নিয়ে গেছে বলে জেনেছি। এ বিষয়ে আমরা আরও তথ্য সংগ্রহ করছি। এছাড়া, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছি।