মেসি-এমবাপ্পেদের হারের দায় দেয়ায় সাংবাদিকদের এক হাত নিলেন পিএসজি কোচ

শক্তি-সামর্থ্যে রেনের চেয়ে যোজন যোজন এগিয়ে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। মাঠের খেলায়ও আধিপত্য দেখায় লা প্যারিসিয়ানরা।

মেসি-এমবাপ্পেদের হারের দায় দেয়ায় সাংবাদিকদের এক হাত নিলেন পিএসজি কোচ
মেসি-এমবাপ্পেদের হারের দায় দেয়ায় সাংবাদিকদের এক হাত নিলেন পিএসজি কোচ

প্রথম নিউজ, খেলা ডেস্ক: শক্তি-সামর্থ্যে রেনের চেয়ে যোজন যোজন এগিয়ে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। মাঠের খেলায়ও আধিপত্য দেখায় লা প্যারিসিয়ানরা। এদিকে দাপট দেখাতে না পারলেও কার্যকরী আক্রমণে ২-০ গোলে জয় তুলে নেয় রেনে। ঘরের মাঠে ম্যাচ হারায় লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিকরা। বিষয়টিতে চটেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। শিষ্যদের পক্ষ নিয়ে গণমাধ্যম কর্মীদের এক হাত নেন তিনি। রোববার পার্কে দেস প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে ৬০ শতাংশ বল দখলে রাখে পিএসজি। প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে ১৭টি শট নেয় স্বাগতিকরা। যার মধ্যে লক্ষ্যে থাকে ৮টি। অপরদিকে মাত্র ৪০ শতাংশ বল দখলে রাখা রেনে ১০টি শটের ৩টি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয়। ৯০ মিনিট ম্যাচ খেলে ৩টি শটের ২টি লক্ষ্যে রাখেন লিওনেল মেসি। ‘কি’ পাস দেন ৫টি। 

বলের দখল হারান ২৬ বার। গ্রাউন্ড ডুয়েলসে ব্যর্থ হন ৫ বার। ম্যাচে কিলিয়ান এমবাপ্পে অন টার্গেটে শট নেন ৩টি। অফ টার্গেটে নেন ৩টি শট। বলে পা ছোঁয়ান মাত্র ৫০ বার। ‘কি’ পাস দেন ২টি। গ্রাউন্ড ডুয়েলসে ব্যর্থ হন ৬ বার। বল হারান ১৩ বার। মেসি-এমবাপ্পের অধারাবাহিক পারফরম্যান্স নিয়ে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরকে প্রশ্ন করায় চটে যান তিনি। গালতিয়ের বলেন, ‘আমার খেলোয়াড়েরা তাদের সর্বস্ব দিয়েছে। আমাদের খেলোয়াড়দের জায়গায় এসে দেখুন!’  চোটের কারণে নেইমারকে পাচ্ছে না পিএসজি। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে ছাড়াই রেনের বিপক্ষে লড়েছে পিএসজি। গালতিয়ের বলেন, ‘তারা (নিয়মিত) ৮ জনকে ছাড়াই খেলেছে। একাডেমির খেলোয়াড়দের নিয়ে খেলেছে, যারা কি না দুয়েকবার মূল দলের সঙ্গে অনুশীলন করে।’

গালতিয়ের বলেন, ‘আপনারা আমার খেলোয়াড়দের নিবেদন নিয়ে দোষারোপ করতে পারেন না। এটা সত্যি নয়। রেনের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে যাওয়ার পর যখন আপনার হাতে বদলি নামানোর খুব বেশি অপশন থাকবে না, তখন পরিস্থিতিটা বুঝতে পারবেন আপনি।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: