ইন্টারকে হারিয়ে ৪৭ বছরের পুরনো স্মৃতি ফেরালো জুভেন্টাস

রোববার রাতে সান সিরোয় ইতালিয়ান সিরি আ’র ম্যাচে জুভিদের কাছেই ১-০ গোলে হেরেছে স্বাগতিক ইন্টার। আর লা বেনেমাতাদের হারিয়ে পুরনো কীর্তির পুনরাবৃত্তি করেছে তুরিনের বুড়িরা।

ইন্টারকে হারিয়ে ৪৭ বছরের পুরনো স্মৃতি ফেরালো জুভেন্টাস
ইন্টারকে হারিয়ে ৪৭ বছরের পুরনো স্মৃতি ফেরালো জুভেন্টাস

প্রথম নিউজ, খেলা ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না ইন্টার মিলানের। শেষ ৩ ম্যাচে জয়হীন নেরাজ্জুরিরা। ইন্টারের দুঃসময়ের সবশেষ সাক্ষী জুভেন্টাস। রোববার রাতে সান সিরোয় ইতালিয়ান সিরি আ’র ম্যাচে জুভিদের কাছেই ১-০ গোলে হেরেছে স্বাগতিক ইন্টার। আর লা বেনেমাতাদের হারিয়ে পুরনো কীর্তির পুনরাবৃত্তি করেছে তুরিনের বুড়িরা। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস। জয়সূচক একমাত্র গোলটি করেন সার্বিয়ান উইঙ্গার ফিলিপ কস্টিক। যোগ করা সময়ের ৮ম মিনিটে মাঠছাড়া হন দুই দলের দুই খেলোয়াড়। বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেন ইন্টার মিলানের দানিলো ডি’অ্যামব্রোসিও এবং জুভেন্টাসের লিয়ান্দ্রো পারেদেস।

ইতালিয়ান সিরি আ’র চলতি মৌসুমে এ নিয়ে দুই দেখাতেই ইন্টার মিলানকে হারালো জুভেন্টাস। মৌসুমের প্রথম ম্যাচে ইন্টারকে ২-০ গোলে হারিয়েছিল জুভিরা। গত ৪৭ বছরে এই প্রথম মিলানের দলটির বিপক্ষে মৌসুমের দুই ম্যাচে ক্লিনশিট রেখে জয় পেলো তুরিনের বুড়িরা। সবশেষ ১৯৭৬-৭৭ মৌসুমে এই কীর্তি দেখিয়েছিল জুভেন্টাস। আর ২০১৭ সালের পর এই প্রথম টানা দুই ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে টানা দুই ম্যাচ গোল না হজম করার কীর্তি অর্জন করলো জুভেন্টাস।

২৭ ম্যাচে ১৬ জয় ও ৯ হারে ৫০ পয়েন্ট নিয়ে ইতালিয়ান সিরি আ টেবিলের তৃতীয় স্থানে ইন্টার মিলান। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪১ পয়েন্ট নিয়ে সাতে জুভেন্টাস। শীর্ষে থাকা নাপোলির পয়েন্ট ৭১। আর ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ল্যাজিও।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: