২০২৩ সালে বিশ্বের সেরা বিমানবন্দর
সবুজে ঘেরা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর স্কাইট্র্যাক্সের বার্ষিক র্যাঙ্কিংয়ে আবারো বিশ্বের সেরা বিমানবন্দরের খেতাব জিতে নিয়েছে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: সবুজে ঘেরা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর স্কাইট্র্যাক্সের বার্ষিক র্যাঙ্কিংয়ে আবারো বিশ্বের সেরা বিমানবন্দরের খেতাব জিতে নিয়েছে। স্কাইট্র্যাক্স, একটি যুক্তরাজ্য-ভিত্তিক এয়ারলাইন এবং বিমানবন্দর পর্যালোচনাকারী সাইট। সারা বিশ্ব থেকে ভ্রমণকারীদের ওপর সমীক্ষা চালিয়ে, বিমানবন্দরে তাদের অভিজ্ঞতা সম্পর্কে জেনে তারা রেটিং দেয়। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর গত আট বছর ধরে স্কাইট্র্যাক্সের তালিকায় শীর্ষে ছিলো। কিন্তু ২০২১ এবং ২০২২ সালে মহামারী চলাকালীন যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় তারা সেরার তালিকায় কয়েক দাগ নিচে নেমে আসে, শীর্ষ স্থান দখল করে নেয় কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। স্কাইট্র্যাক্সের পিটার মিলার সিএনএন ট্রাভেলকে বলেছেন-সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর সর্বদাই ভ্রমণকারীদের কাছে প্রিয় ছিল। কিন্তু কোভিড-১৯ এর সময় যখন বিমানমবন্দরের অপারেশনগুলি মারাত্মকভাবে হ্রাস করা হয় তখন এটি শীর্ষস্থান থেকে পিছলে গিয়েছিল। মিলার বলেছেন 'চাঙ্গি বিমানবন্দর ভ্রমণকারীদের জন্য নিত্যনতুন জিনিস অফার করে এবং সেটাই তাদের জনপ্রিয়তার মূল চাবিকাঠি "। চাঙ্গির মূল আকর্ষণ হলো - একটি ৪০ মিটার-লম্বা জলপ্রপাত যা বিমানবন্দরের অন্দরে অবস্থিত, একটি প্রজাপতি সমৃদ্ধ বাগান এবং একটি IMAX সিনেমা হল, ২৮০টির বেশি ডাইনিং আউটলেট, সময় সময় কাটানোর জন্য মনোরম পরিবেশ। সিঙ্গাপুর চাঙ্গি প্রাথমিকভাবে একটি ট্রানজিট বিমানবন্দর।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: