মুলাদীতে যুবলীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির নেতাকর্মী আহত
উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েলের নেতৃত্বে ৩০-৩৫ ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী হামলা চালায়।

প্রথম নিউজ,বরিশাল: বরিশালের মুলাদীতে সভা শেষে ফেরার পথে যুবলীগ ও ছাত্রলীগের হামলায় বিএনপির সাত নেতাকর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে।
উপজেলার শফিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহিদ মোল্লা জানান, মুলাদী পৌরসভার পাশে উপজেলা বিএনপির কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এরপর সেখানে খাবার খেয়ে ৯-১০ জন এক সঙ্গে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মসজিদ মার্কেটের সামনে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েলের নেতৃত্বে ৩০-৩৫ ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী হামলা চালায়। হামলায় শফিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এস্কেন্দার আলী বাঘা, জিসাস কেন্দ্রীয় কমিটি সহ প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন হাওলাদার ও সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হাওলাদারসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
‘পুনারায় হামলার ভয়ে আহতরা হাসপাতালে না গিয়ে গোপনে স্বজনদের বাড়িতে চিকিৎসা নিচ্ছেন’ বলে জানান তিনি। মুলাদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার খান জানান, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির পরিচিত সভা শেষে নেতাকর্মীরা বাড়ি ফিরছিলেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। বিষয়টি থানায় জানানো হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েলের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মুলাদাী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, এ ধরনের কোনো ঘটনা জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: