মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত
আজ সোমবার সকাল ১০টায় পূর্বাঞ্চল রেলওয়ের বারইয়ারহাট পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে শিরিনা বেগম (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় পূর্বাঞ্চল রেলওয়ের বারইয়ারহাট পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিরিনা বেগম ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা আলোকদিয়া গ্রামের নুরুল হুদার স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে বারইয়ারহাট পৌরসভায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন শিরিনা বেগম। রেললাইন পার হওয়ার সময় কিশোরগঞ্জমুখী চট্টলা ট্রেনের নিচে কাটা পড়েন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
চিনকী আস্তানা স্টেশন মাস্টার মো. সিরাজুল ইসলাম বলেন, বারইয়ারহাট লেভেল ক্রসিংয়ের উত্তর পাশে চট্টলা ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী মারা গেছেন। লেভেল ক্রসিংয়ে তখন গেট দেওয়া ছিল। ওই নারী আরও ১০০ মিটার উত্তরে হটাৎ রেললাইনে উঠে যায়।
রেলওয়ে পুলিশ (জিআরপি) ও সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম, মরদেহ উদ্ধার করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews