মানুষের মহাকাশযানে চড়ে এলিয়েনরা পৃথিবীতে চলে আসতে পারে
মহাকাশে অন্বেষণ করে বেড়ানো মানুষের নিজস্ব যানের মাধ্যমেই এলিয়েনরা পৃথিবীতে পৌঁছাতে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন।
প্রথম নিউজ,ডেস্ক : মহাকাশে অন্বেষণ করে বেড়ানো মানুষের নিজস্ব যানের মাধ্যমেই এলিয়েনরা পৃথিবীতে পৌঁছাতে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন। সময়ের সাথে সাথে, মানুষ বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হওয়ার সাথে সাথে বিভিন্ন প্রজাতিও বিভিন্ন মহাদেশে স্থানান্তরিত হয়েছে। এটা সম্ভব যে একই জিনিস ঘটতে পারে সেক্ষেত্রেও যখন মানুষ সৌরজগতের বাইরেও অন্বেষণ করে থাকে। মন্ট্রিলের ম্যাকগিল ইউনিভার্সিটির ইনভেসন বায়োলজির অধ্যাপক অ্যান্থনি রিকিয়ার্ডি লাইভ সায়েন্সকে বলেন, "আমাদের পৃথিবীর বাইরে জীবনের সন্ধান একটি উত্তেজনাপূর্ণ প্রয়াস যার ফলে অদূর ভবিষ্যতে একটি বিশাল আবিষ্কার হয়ে যাতে পারে।" ম্যাকগিলের গবেষণাপত্র বায়োসায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে।
গবেষকদের বরাতে বৃটেনের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়- এটা হতে পারে যে এলিয়েনদের কোন গ্রহে দেখা পাওয়া কোন আক্রমণাত্মক প্রজাতি মাইক্রোবায়াল হবে এবং পৃথিবীতে সেটা ব্যাকটেরিয়া সদৃশ হবে। যদিও আন্তঃনাক্ষত্রিক ভ্রমণের দুরূহ অবস্থার কারণে কোনো বহির্জাগতিক প্রাণের মহাকাশে ভ্রমণ করার সম্ভাবনা খুবই কম। তবে, গবেষকরা বলছেন মানুষের সতর্ক থাকা উচিত।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: