মানবাধিকারের কথা বলে অনেক দেশ স্বার্থ হাসিল করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এর আসল উদ্দেশ্য চাপ তৈরি করে স্বার্থ হাসিল করা।
প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশের মানবাধিকারের কথা বলে অনেক দেশই চাপ প্রয়োগ করে স্বার্থ হাসিল করতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। র্যাব ও সংস্থাটির ওপর সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এর আসল উদ্দেশ্য চাপ তৈরি করে স্বার্থ হাসিল করা। কারণ, আমরা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছি।
আজ শনিবার রাজধানীর হোটেল সোনারগাওঁয়ে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক এক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। ড. মোমেন বলেন, জাতিসংঘ নয়, জাতিসংঘের কোনো কোনো প্রতিষ্ঠান আমাদের কাছে গুমের তালিকা দিয়েছিল। তবে এসব প্রতিষ্ঠান বাংলাদেশের কোনো কোনো বায়াসড (পক্ষপাতমূলক) প্রতিষ্ঠান থেকে তথ্য নেয়। গুমের তালিকার অনেকেই ভূমধ্যসাগরে মারা গেছেন। আমরা চাই না কেউ গুম-খুন হন। তবে আমাদের এখানে গুমের ঘটনা খুবই কম’- বলেন পররাষ্ট্রমন্ত্রী।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: