মানিকগঞ্জে নবনির্বাচিত চেয়ারম্যান শফিক বিশ্বাস কারাগারে
হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার এলাকা থেকে নবনির্বাচিত চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেফতার করে হরিরামপুর থানা পুলিশ।
প্রথম নিউজ, মানিকগঞ্জ: পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান শফিক বিশ্বাসকে প্রতিপক্ষের করা মামলায় কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সেলিনা খাতুন তার রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
উপজেলার গালা ইউপি নির্বাচনে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী রাজিবুল হাসান রাজিব ভোটের দুদিন আগে ৩ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান শফিক বিশ্বাসসহ ৫০ জনকে আসামি করে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, বিস্ফোরণ, নির্বাচনী প্রচার-প্রচারণা লঙ্ঘনের মামলা দায়ের করেন। এই মামলায় নির্বাচনের আগে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
তবে নির্বাচনের এক সপ্তাহ পর গত বুধবার (১২ জানুয়ারি) বিকেলে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার এলাকা থেকে নবনির্বাচিত চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেফতার করে হরিরামপুর থানা পুলিশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: