মাদ্রিদ ডার্বিতে দর্শকদের বোতল নিক্ষেপ, পয়েন্ট হারালো রিয়াল
প্রথম নিউজ, ডেস্ক : রিয়াল মাদ্রিদ। স্বাগতিক অ্যাতলেটিকো মাদ্রিদের দর্শকরা তখন আর সহ্য করতে পারলেন না। দলের গোল হজমের ৪ মিনিট পরই রিয়ালের গোলরক্ষক থুবো কর্তোয়াকে লক্ষ্য করে গ্যালারি থেকে বোতল নিক্ষেপ করতে শুরু করেন অ্যাতলেটিকোর সমর্থকরা।
দর্শকদের এমন আচরণে রেফারির কাছে অভিযোগ করেন কর্তোয়া। এরপর খেলা প্রায় ২০ মিনিট বন্ধ রাখেন রেফারি। পুনরায় খেলা শুরু হলে রিয়ালের উপর চাপ বাড়ায় অ্যাতলেটিকো।
ম্যাচের অতিরিক্ত সময়ে সমতায় ফেরে অ্যাতলেটিকো। ৯৫ মিনিটে স্বাগতিক দলের এঞ্জেল কোরিয়া গোল করলে ম্যাচের ফলাফল দাঁড়ায় ১-১।
৯৯ মিনিটে রিয়ালের ডিফেন্ডার ফ্রান গার্সিয়াকে ট্যাকল করতে গিয়ে লাল কার্ড দেখেন অ্যাতলেটিকোর মিডফিন্ডার মার্কোস লোরেন্তে।