মোদীর দলে প্রার্থী হয়ে ভোটে লড়তে চান কঙ্গনা

বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত

 মোদীর দলে প্রার্থী হয়ে ভোটে লড়তে চান কঙ্গনা
 মোদীর দলে প্রার্থী হয়ে ভোটে লড়তে চান কঙ্গনা-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত। বাস্তবে রাজনীতিবিদ না হলেও পর্দায় তাকে বহুবার রাজনীতির চরিত্রে দেখেছে দর্শক। এবার কঙ্গনা ইঙ্গিত দিলেন তিনি সত্যিকারভাবেই রাজনীতি করতে প্রস্তুত।

জানিয়েছেন, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি সুযোগ দিলে হিমাচল প্রদেশের মান্ডি থেকে ভোটে লড়তে প্রস্তুত। কঙ্গনা এই মান্ডি এলাকার ভোটার। এমনকি তিনি যে মোদীভক্ত তা সবারই জানা।

কঙ্গনা বলেছেন, সবকিছু নির্ভর করছে পরিস্থিতির ওপর। যদি সরকার চায়, তাহলে আমার দরজা খোলা। হিমাচল প্রদেশের মানুষের সেবা করার সুযোগ পেলে খারাপ হবে না।

এদিকে কঙ্গনার রাজনীতিতে যোগদানের ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তবে দলে কঙ্গনা প্রার্থী হবেন কি না সেই সিদ্ধান্ত পরে নির্দিষ্ট নিয়ম মেনেই হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে বর্তমানে ইমারজেন্সি ছবিতে অভিনয় করছেন কঙ্গনা। তাকে এখানে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে।

এরইমধ্যে টিজারে ইন্দিরা গান্ধীর চরিত্রে বেশ সাড়া ফেলেছেন কঙ্গনা। হুবহু ইন্দিরা গান্ধীকে অনুকরণ করেছেন তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom