মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে মিলল ৬ কোটি টাকার এলএসডি

মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে মিলল ৬ কোটি টাকার এলএসডি

প্রথম নিউজ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ছয় কোটি টাকার এলএসডি মাদকসহ মো. মাসুদ আলম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) গভীর রাতে সাতক্ষীরা সদরের মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাসুদ আলম আলিপুর মাহমুদপুর এলাকার সাইফুর রহমান ওরফে ছাবুর আলীর ছেলে। 

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম জানান, ভারত থেকে চোরাইপথে আনা বিপুল পরিমাণ মাদকদ্রব্য মাহমুদপুর এলাকা দিয়ে পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাসুদ নামে এক মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ছয় বোতল এলএসডি মাদক ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত এলএসডি মাদকের আনুমানিক মূল্য ৬ কোটি ২৪ লাখ টাকা। আটককৃত মাসুদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও ওসি জানান।