মৃত্যুর খবরে বাবার বাড়ি যাওয়ার পথে নৌকাডুবি, মা-ছেলের মৃত্যু
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে ১২ থেকে ১৪ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা (খেয়া) ডুবিতে মা ও ছেলের মৃত্যু হয়েছে।---------
প্রথম নিউজ, নড়াইল: নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে ১২ থেকে ১৪ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা (খেয়া) ডুবিতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহিরডাঙ্গা এলাকার নবগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজে কালিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন বলে স্টেশন ম্যানেজার আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতরা হলেন- উপজেলার সালামাবাদ ইউনিয়নের পার বাহিরডাঙ্গা গ্রামের ইনামুল মণ্ডলের মেয়ে ও হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগম (২৫) ও তার ছেলে নাসিম (৩)।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইঞ্জিনচালিত নৌকায় করে কয়েকজন পারবাহিরডাঙ্গায় যাচ্ছিলেন। এদের মধ্যে নাজমা বেগম তার দাদির মৃত্যুর খবর শুনে ছেলেসহ শ্বশুরবাড়ি থেকে পিতার বাড়ি পারবাহিরডাঙ্গা গ্রামে যেতে ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন। নৌকায় ১২ থেকে ১৪ জনের মতো যাত্রী ছিলেন। নৌকাটি মাঝ নদীতে গেলেই ডুবে যায়। এ সময় আশপাশের লোকজন ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কাজ চালায়।
কালিয়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুল হান্নানের বরাত দিয়ে দায়িত্বরত সদস্য মাধব রায় বলেন, নৌকাটিতে ১২ থেকে ১৪ জনের মতো যাত্রী ছিলেন। এদের মধ্যে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিরা কয়েকজন সাঁতরে তীরে উঠলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews