মাটিরাঙ্গায় ৩ ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না
বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে ওই তিন ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
প্রথম নিউজ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গার হাজী সেকান্দার আলী হাফেজিয়া মাদ্রাসার তিন ছাত্র ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে ওই তিন ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় মাটিরাঙ্গা থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীরা হলো- চাঁদপুরের মৃত কামরুজ্জামানের ছেলে মো. তরিকুল ইসলাম (১৪), মাটিরাঙ্গার বড়নাল ইউনিয়নের সৌদি আরব প্রবাসী আমির হোসেনের ছেলে মো. মনসুর আলম মাসুম (১২) এবং গোমতির শান্তিপুরের আমির হোসেনের ছেলে মো. আবুল কালাম (১৪)।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে আসরের নামাজ পড়তে গেলে তারা আর মাদ্রাসায় ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খুঁজেও তাদের সন্ধান মেলেনি। তারা সবাই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। হাজী সেকান্দার আলী হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আবদুল কাইয়ুম জানান, বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আসরের নামাজ পড়ে তারা আর মাদ্রাসায় ফিরে আসেনি। ছাত্রদের না পেয়ে অভিভাবকদের অবগত করা হয়েছে। মাদ্রাসার পক্ষ থেকেও ছাত্রদের খোঁজা হচ্ছে বলেও জানান তিনি।
এক ছাত্রের অভিভাবক মো. আবুল বসর জানান, বৃহস্পতিবার (১১ মে) রাতে আমার ভাতিজা মো. মনসুন আলম মাসুমকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মাদ্রাসা থেকে জানানো হয়েছে। পরে এ বিষয় মাটিরাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জানতে চাইলে বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ জানান, ছাত্রদের নিখোঁজের বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে জেনেছি। পড়ালেখার চাপ বেশি হওয়ায় ছাত্ররা পালিয়ে গিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, নিখোঁজের ঘটনায় অভিভাবকদের পক্ষ থেকে মাটিরাঙ্গা থানায় জিডি হয়েছে। নিয়মানুযায়ী পুলিশের বিভিন্ন দপ্তরে মেসেজ দেওয়া হয়েছে।