মাটিরাঙা থেকে কাভার্ডভ্যানসহ চালক অপহরণের অভিযোগ
সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে মাটিরাঙার আশপাশে থেকে অপহরণের ঘটনাটি ঘটে। কাভার্ডভ্যানটিতে করে চট্টগ্রাম থেকে পণ্য পরিবহন করা হচ্ছিল।
প্রথম নিউজ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙা থেকে কাভার্ডভ্যানসহ চালককে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীরা নিজেদের ন্যাশনাল মগ পার্টির সদস্য জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছেন। সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে মাটিরাঙার আশপাশে থেকে অপহরণের ঘটনাটি ঘটে। কাভার্ডভ্যানটিতে করে চট্টগ্রাম থেকে পণ্য পরিবহন করা হচ্ছিল।
খাগড়াছড়ি পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক ও মেরেডিয়ান চিপসের ডিলার আমির হোসেন জানান, পণ্য নিয়ে খাগড়াছড়ি যাওয়ার পথে মাটিরাঙার সীমানা থেকে কাভার্ডভ্যানসহ চালক রিপনকে অপহরণ করা হয়েছে।
রিপনের বরাত দিয়ে আমির হোসেন জানান, অপহরণকারীরা ফোনকল করে নিজেদের ন্যাশনাল মগ পার্টি পরিচয় দিয়ে আমার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে। মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, অপহরণের বিষয়টি তারা অবগত নন।