মঙ্গল শোভাযাত্রায় সুনির্দিষ্ট হুমকি নেই: আইজিপি
প্রথম নিউজ, ঢাকা : বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় সুনির্দিষ্ট কোন হুমকি নেই বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আজ দুপুরে বসুন্ধরা শপিং মল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। আইজিপি আরও বলেন, ঈদ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ছিনতাই, চাঁদাবাজি রোধে পুলিশ সতর্ক রয়েছে। কেউ যদি বড় অঙ্কের টাকার লেনদেন করতে চায় এবং পুলিশের সাহায্য চায় তাদের সহযোগিতা করা হবে।