মুখিয়ে আছেন খোদ পরীমনি
সম্প্রতি আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার পোস্টার এবং ট্রেইলার প্রকাশের দিন এ ঘোষণা দেন গল্পের লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল।

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। দীর্ঘদিন পর নতুন বছরের ২০শে জানুয়ারি আবারো প্রেক্ষাগৃহে ফিরছেন তিনি। সম্প্রতি আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার পোস্টার এবং ট্রেইলার প্রকাশের দিন এ ঘোষণা দেন গল্পের লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। সর্বশেষ চলতি বছরের ১১ই মার্চ রাজ-পরী অভিনীত ‘গুণিন’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। দীর্ঘদিন পর তার প্রেক্ষাগৃহে নিজেকে দেখার জন্য মুখিয়ে আছেন খোদ পরীমনিও। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ গল্পে তৃষা নামক চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। সিনেমাটিতে সিয়াম-পরী জুটি হয়ে আসছেন দ্বিতীয়বারের মতো। এ প্রসঙ্গে পরী বলেন, এটি একটি শিশুতোষ চলচ্চিত্র।
কিন্তু পরিবারের সকলকে একসঙ্গে নিয়ে দেখার মতো সিনেমাটির দৃশ্যপট। অনেকদিন পর আমার সিনেমা নতুন বছরের জানুয়ারিতেই আসছে। তাই বেশ আনন্দ লাগছে। আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করবেন সবাই। সকলে একসঙ্গে সিনেমাটি উপভোগ করে নির্মাতাদের সামনে কাজ করার সুযোগ তৈরি করে দিতেও অনুরোধ করেন পরী। ‘গুণিন’ সিনেমা চলাকালীন রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি। পরবর্তীতে গত বছরের ১৭ই অক্টোবর ঘরোয়াভাবে বিয়ে সারেন। বর্তমানে তাদের সংসারে রাজ্য নামের একটি পুত্র সন্তান রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews