মুখ্যমন্ত্রী হয়ে ওয়েব দুনিয়ায় ফিরছেন হুমা কুরেশি, ‘মহারানি সিজন ২’ সিরিজের আগাম ঝলক
রানি ভারতী হয়ে এবার হুমা লড়বেন আপনজনের বিরুদ্ধেই। স্বামী ভীমা ভারতীর সঙ্গে হবে সম্মুখ সমর। সেই কাহিনির আগাম ঝলক এল প্রকাশ্যে।

প্রথম নিউজ, ডেস্ক : ‘মহারানি’ হয়ে ওয়েবদুনিয়ার ফিরছেন হুমা কুরেশি। রাজনীতির নতুন কুরুক্ষেত্র যুদ্ধের জন্য প্রস্তুত। রানি ভারতী হয়ে এবার হুমা লড়বেন আপনজনের বিরুদ্ধেই। স্বামী ভীমা ভারতীর সঙ্গে হবে সম্মুখ সমর। সেই কাহিনির আগাম ঝলক এল প্রকাশ্যে। ২০২১ সালের ২৮ মে থেকে সোনি লিভ ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ‘মহারানি’ (Maharani) ওয়েব সিরিজ। এক নারীর উত্থানের কাহিনি দেখানো হয়েছে সিরিজের প্রথম মরশুমে। মুখ্যমন্ত্রী স্বামী ভীমা ভারতী (সোহুম শাহ) দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হওয়ার পর তার জায়গায় বিহারের মুখ্যমন্ত্রী হয় অক্ষরজ্ঞানহীন রানি ভারতী (হুমা কুরেশি)।
প্রথমে হাবুডুবু খেলেও রাজনীতির সমুদ্রে সাঁতার কাটতে দিব্যি শিখে যায় রানি। বিহারের অবস্থা শোধরানোর গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। কিন্তু দুর্নীতির যত ভিতরে সে পৌঁছানোর চেষ্টা করে একের পর এক কঠিন সত্যি তার সামনে আসতে থাকে। শেষে স্বামীর অন্যায়ের কথাও জানতে পারে। তবে অন্যায়ের সঙ্গে আপস করেনি রানি।
প্রথম মরশুমের কাহিনি যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয়েছে নতুন সিজনের গল্প। শনিবার প্রকাশ্যে আসা টিজারে দেখা যাচ্ছে স্ত্রীর বিরুদ্ধেই প্রকাশ্যে বিবৃতি দিচ্ছে ভীমা ভারতী। তাঁর পদত্যাগের দাবিতে ইন্ধন জোগাচ্ছে সে। ভীমার বক্তব্যের শেষে দেখা যায় মুখ্যমন্ত্রী রানি ভারতীকে। চুপ থাকার ইশারা করে সে। যেন স্বামীকে সামলানোর জন্য মাথায় অন্য কোনও পরিকল্পনা রয়েছে। ‘জলি এলএলবি’ খ্যাত সুভাষ কাপুর ‘মহারানি’ সিরিজের পরিচালক। তাঁর পরিচালনায় ভীমা ভারতীয় ভূমিকায় অভিনয় করেছেন সহুম শাহ। এছাড়াও রয়েছেন অমিত, প্রমোদ পাঠক, কানি কুশ্রুতির মতো অভিনেতারা। কবে মুক্তি পাচ্ছে সিরিজটি, তা এখনও জানা যায়নি। তবে টিজার প্রকাশ্যে আসার পর দর্শকদের উৎসাহ তুঙ্গে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews