ভাষার মাসে সরকার ভারতীয় সিনেমা আমদানি করে ভাষা শহীদদের সঙ্গে বেইমানি করছে: নুর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে  ফুল দেয়া শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

ভাষার মাসে সরকার ভারতীয় সিনেমা আমদানি করে ভাষা শহীদদের সঙ্গে বেইমানি করছে: নুর
ভাষার মাসে সরকার ভারতীয় সিনেমা আমদানি করে ভাষা শহীদদের সঙ্গে বেইমানি করছে: নুর

প্রথম নিউজ, অনলাইন: গণঅধিকার পরিষদ সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, ভাষার মাসে সরকার ভারতীয় সিনেমা আমদানি করে ভাষা শহীদদের সঙ্গে বেইমানি করেছে। বাংলা ভাষার জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে। অথচ সরকার দেশের সংস্কৃতি ধ্বংস করার জন্য ভারতীয় সিনেমা আমদানি করছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে  ফুল দেয়া শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। নুর আরও বলেন, পৃথিবীর কোনো দেশে ভাষার জন্য জীবন দেয়ার ইতিহাস নাই। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা এই বাংলা ভাষা পেয়েছি। অথচ আমরা এখনও স্বাধীনভাবে কথা বলতে পারি না। মানুষের বাকস্বাধীনতা নাই। গণমাধ্যমের স্বাধীনতা নাই। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যম মুক্ত সাংবাদিকতার পথকে রুদ্ধ করে দিয়েছি এই সরকার।

এসময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, আবু হানিফ, বিপ্লব কুমার পোদ্দার, শহিদুল ফাহিম, সাদ্দাম হোসেন, শাকিলউজ্জামান, যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, আব্দুজ জাহের, জিলু খান, শাওনসহ অনেকেই। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: