টঙ্গীবাড়ীতে উপনির্বাচনে নৌকা ছাড়া বাকি প্রার্থীদের মনোনয়ন বাতিল
গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে একমাত্র নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। উপজেলা নির্বাচন অফিসার কেএম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ, মুন্সীগঞ্জ: টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদের মনোনয়ন বৈধতা পেয়েছে। তবে বাতিল হয়েছে অপর দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন। গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে একমাত্র নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। উপজেলা নির্বাচন অফিসার কেএম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯ তারিখ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত মোট ৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। দুই জনকে বিধি অনুযায়ী বাতিল করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রাহাত খান রুবেলের ঋণখেলাপি রয়েছে। বাতিল হওয়া অপর স্বতন্ত্র প্রার্থী মানিক মিয়া বাচ্চু মাঝির আড়াইশ’ মানুষের স্বাক্ষরিত সমর্থন পত্রের মধ্যে ৫ জনকে ফোন করা হয়। ৪ জনের সমর্থন পাওয়া গেলও অপর একজনকে ফোন করলে তার ভোটার নম্বরের সঙ্গে গরমিল পাওয়া যায়। আর মানিক মিয়া বাচ্চু মাঝির মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
এর আগে গত রোববার আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ ও স্বতন্ত্র হিসেবে উপজেলার সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহাত খান রুবেল ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি মনোনয়নপত্র দাখিল করেন। প্রসঙ্গত, টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হাওলাদার ভূতু গত ১৭ই অক্টোবর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। শূন্যপদে এই উপজেলায় আগামী ১৬ই মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ১ লাখ ৭৯ হাজার ৭৬ জন, ইভিএম প্রদ্ধতিতে উপজেলার মোট ৮৪টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: