আ’লীগের সভাপতিমণ্ডলীতে মায়া ও কামরুল
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলাম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন। আজ সোমবার আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রথম নিউজ, ঢাকা : মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলাম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন। আজ সোমবার আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলামকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন প্রদান করেছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ১৯ জন। এর মধ্যে সাহারা খাতুন, মোহাম্মদ নাসিম ও আবদুল মতিন খসরু মারা গেছেন। রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটনকে এর আগে সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়। আজ নতুন দুজনকে সভাপতিমণ্ডলীর সদস্য করে পদসংখ্যা পূর্ণ করা হলো।
মোফাজ্জল হোসেন ও কামরুল ইসলাম দুজনই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এবার তাঁদের পদোন্নতি হলো। আজ অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: