ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্কুলছাত্রের

 ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্কুলছাত্রের

প্রথম নিউজ, ভোলা : ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. রিফাত (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামে এ ঘটনা ঘটে।

রিফাত ওই গ্রামের মো. মোসলেউদ্দিনের ছেলে ও স্থায়ীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকাল থেকেই রিফাতের বাবা মোসলেউদ্দিনের অটোরিকশাটি চার্জে দেওয়া ছিল। দুপুরের দিকে রিফাত খেলাধুলার সময় হঠাৎ অটোরিকশার চার্জারে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। পরে রিফাতের পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।