ভালুকা প্রসেক্লাবের সভাপতি কামাল, সম্পাদক সুমন
ভালুকার ঐতহ্যিবাহী ভালুকা প্রসেক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামরুল হাসান পাঠান (কামাল) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আসাদুজ্জামান সুমন
প্রথম নিউজ, উসমান গনি তুহীন ভালুকা, ময়মনসিংহ: ভালুকার ঐতহ্যিবাহী ভালুকা প্রসেক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামরুল হাসান পাঠান (কামাল) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আসাদুজ্জামান সুমন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনি ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমশিনার বীরেন রায়। নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়ছেনে এম. এ. সামাদ ময়িা ও মো. আতাউর রহমান তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ পদে মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মো. আবুল বাশার শেখ, সাহিত্য ও প্রচার সম্পাদক পদে আফরোজা আক্তার জবা ও ক্রীড়া সম্পাদক মোঃ কামরুল আরেফিন। র্কাযকরী সদস্য পদে নির্বাচিত হয়ছেনে মোঃ রফকিুল ইসলাম রফকি, মোঃ মোখলছেুর রহমান মনরি, মোঃ শাহাব উদ্দনি ও মোঃ হাদিসুর রহমান হাদিস।
এদিকে গত ৭ জানুয়ারি সভাপতি পদে মো. কামরুল হাসান পাঠান (কামাল) ও এম. এ. মালকে খান উজ্জ্বল ১৯ ভোট করে সমান সংখ্যক ভোট পান। পরর্বতীতে সভাপতি পদে পুনরায় মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থকেে সাড়ে ৪টা পর্যন্ত ভালুকা প্রসেক্লাব কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৩ ভোট পয়েে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামরুল হাসান পাঠান (কামাল)। তার নিকটতম প্রতদ্বিন্দ্বী এম. এ. মালকে খান উজ্জ্বল পেয়েছেন ২২ ভোট। এ নির্বাচনে ৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে শুক্রবার দুপুর ২টা ৩০ থকেে বকিাল ৪টা ৩০ পর্যন্ত ভালুকা প্রসেক্লাব র্কাযালয়ে উৎসব মূখর পরিবেশে ওই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৩টি পদে ২৭ জন র্প্রাথী প্রতিদন্দিতা করনে। এর মধ্যে সভাপতি পদে তিনজন, সহ-সভাপতি পদে চারজন, সাধারণ সম্পাদক পদে চারজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুইজন, কোষাধ্যক্ষ পদে দুইজন, দপ্তর সম্পাদক পদে দুইজন, সাহিত্য ও প্রঃ সম্পাদক পদে দুইজন, ক্রীড়া সম্পাদক পদে দুইজন ও র্কাযকরী সদস্য পদে ছয়জন র্প্রাথী ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: