ভোলা জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন(BDJU)

ফারুক সভাপতি-মিজানুর রহমান সাধারন সম্পাদক

 ভোলা জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন(BDJU)

প্রথম নিউজ, ভোলা প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্য দিয়ে শনিবার (৩ জুন - ২৩) দুপুরে চাইনিজে ২০২৩ - ২৫ অর্থ বছরের জন্য (দুই বছর) ওমর ফারুক সভাপতি - দৈনিক কালবেলা, এইচ এম নাহিদ - সিনিয়র সহসভাপতি , দৈনিক ভোরের কাগজ, মোঃ আশরাফুল ইসলাম সহসভাপতি ( খোলা কাগজ)  ও মিজানুর রহমানকে (ডেইলী নিউ এজ) সাধারন সম্পাদক করে, ভোলা জেলা সাংবাদিক ইউনিয়নের ১৪ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন - আশিকুর রহমান শান্ত - সহসাধারন সম্পাদক(ষ্টাফ রিপোটার - দৈনিক ভোলা টাইমস ও জেলা প্রতিনিধি-জাগো বাঙ্গালী), শাহীন কাদের - সাংগঠনিক সম্পাদক, (বিশেষ প্রতিনিধি - দৈনিক ভোলার বানী ও আইন বার্তা), এম রহমান রুবেল - সহসাংগঠনিক সম্পাদক, (সম্পাদক জনতারবানী ও জেলা প্রতিনিধি আনন্দ টিভি) মাহমুদ হাসান লিটন - দপ্তর সম্পাদক (দৈনিক খোলা কাগজ লালমোহন প্রতিনিধি), অন্তর হাওলাদার - সহদপ্তর সম্পাদক বোরহান উদ্দিন প্রতিনিধি (দৈনিক সংবাদ),মোঃ ফরিদ উদ্দিন - অর্থ সম্পাদক, (দৈনিক সংবাদ সারাবেলা),হেলাল উদ্দিন লিটন - প্রচার সম্পাদক(তজুমদ্দিন প্রতিনিধি - দৈনিক নয়াদিগন্ত), আবুল কালাম আজাদ - নির্বাহী সদস্য,(জেলাপ্রতিনিধি- দৈনিকবাংলা), আব্দুর রহমান নোমান - নির্বাহী সদস্য, (লালমোহন প্রতিনিধি - দৈনিক বাংলাদেশ বুলেটিন)।