‘ভারতীয় খাসিয়াদের গুলিতে’ নিহত বাংলাদেশি

আজ রোববার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মদসসির আলী (৫২)। তিনি উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ি গ্রামের বাসিন্দা।

‘ভারতীয় খাসিয়াদের গুলিতে’ নিহত বাংলাদেশি
‘ভারতীয় খাসিয়াদের গুলিতে’ নিহত বাংলাদেশি

প্রথম নিউজ, সিলেট : সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের ভারত অংশে 'খাসিয়াদের গুলিতে' ১ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মদসসির আলী (৫২)। তিনি উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ি গ্রামের বাসিন্দা। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, 'ভারতের খাসিয়া পল্লী থেকে সুপারি চুরি করতে গিয়ে খাসিয়াদের গুলিতে নিহত হন মদসসির।' তিনি জানান, 'নিহতের সঙ্গে থাকা অন্যরা তার মৃতদেহ দেশের সীমান্তের ভেতর নিয়ে আসলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ পাঠিয়েছে। নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী বলেন, 'সীমান্তবর্তী প্রায় প্রতিটি গ্রামেরই কিছু মানুষ চোরাচালানের সঙ্গে যুক্ত। অনেকে খাসিয়াদের গ্রাম থেকে বিভিন্ন জিনিস চুরি করেন। এ কারণে যে কেউ ভারতে প্রবেশ করলে খাসিয়ারা শত্রু মনে করে গুলি করে।'

এই এলাকায় প্রায় প্রতিবছরই খাসিয়াদের গুলিতে আহত-নিহতের ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন তিনি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বলেন, 'সীমান্তে চোরাচালানের জন্যই এই ধরণের ঘটনাগুলো ঘটছে। এ বিষয়ে প্রতি সপ্তাহে সীমান্তবর্তী স্থানীয়দের নিয়ে আমরা সচেতনতামূলক বৈঠক করছি এবং তাদের আহবান জানাচ্ছি যাতে কেউ সীমান্ত অতিক্রম না করেন।' তিনি আরও বলেন, 'বিএসএফকেও আমরা বলেছি যাতে তাদের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।'

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom