ভারতের লজ্জার হার মেনে নিতে পারছে না কলকাতা
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারার মধ্যে ২০১৫ সালে হারের প্রতিচ্ছবিই দেখছে কলকাতা। রোহিত- বিরাটদের এই পরাজয় মেনে নিতে নারাজ কলকাতা। দাবি উঠেছে, ভারতীয় দলের খোলনলচে পাল্টানোর। হাতের আঙুলে চোট পাওয়ায় রোহিত শর্মা যেমন সফর পরিত্যাগ করে মুম্বাই ফিরে আসছেন, তেমনই ভারতীয় তারকাদের দেশে ফিরিয়ে আনার ডাক দিয়েছেন কলকাতার ক্রিকেটপ্রেমীরা। যদিও ভারত দ্বিতীয় একদিনের ম্যাচে লড়াই করে হেরেছে। কিন্তু এই লড়াইকে অর্থহীন বলছেন ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় রব উঠেছে- ভারতীয় ক্রিকেট দলকে বানপ্রস্থে পাঠানো হোক। আবার অনেক নেটিজেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভারতীয় ক্রিকেট বোর্ডে ফিরিয়ে আনার দাবি তুলেছেন। তাঁদের সাফ বক্তব্য, সৌরভ এর সময় ভারতীয় ক্রিকেট দলের এই অবস্থা হয়নি। এক নেটিজেনের প্রস্তাব, ভারতীয় ক্রিকেটাররা টাকা পয়সার জন্য খেলেন। ওদের পেনশন দিয়ে ঘাড় ধাক্কা দেয়া হোক। তাতে ভারতীয় ক্রিকেটের কিছু মঙ্গল হবে। বোঝা যাচ্ছে, বাংলাদেশের কাছে হার মেনে নিতে রাজি নয় কলকাতা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews