ভারতের নাগপুরে বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী বিমানের জরুরি অবতরণ

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান আজ সকালে (বৃহস্পতিবার) ভারতের মহারাষ্ট্র নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করেছে বলে জানানো হয়েছে। নাগপুর বিমানবন্দরের পরিচালক আবিদ রুহি গণমাধ্যমটিকে জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি অবতরণে বাধ্য হয়েছে।
অবতরণের পর বিমানের সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তবে যান্ত্রিক ত্রুটির বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।