ভারতে পঞ্চায়েত ভোটে তৃণমূলের জয়জয়কার
১৭০০ গ্রাম পঞ্চায়েত প্রায় দখলের মুখে তৃণমূল কংগ্রেস। বিজেপি, কংগ্রেস-বাম জোট মোট চারশোটি গ্রাম পঞ্চায়েত পেতে পারে। বিজেপির দুর্গ বলে কথিত কোচবিহারে এগিয়ে তৃণমূল।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা এখনও বাকি, কিন্তু ট্রেন্ড অনুযায়ী তৃণমূল কংগ্রেসের জয়জয়কার গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে। ১৭০০ গ্রাম পঞ্চায়েত প্রায় দখলের মুখে তৃণমূল কংগ্রেস। বিজেপি, কংগ্রেস-বাম জোট মোট চারশোটি গ্রাম পঞ্চায়েত পেতে পারে। বিজেপির দুর্গ বলে কথিত কোচবিহারে এগিয়ে তৃণমূল। হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি ও বামেদের (পড়ুন সিপিএম ) মধ্যে পঞ্চায়েত কাপে কারা রুপো পাবে তাই নিয়ে। তৃণমূল কার্যত নিরাঙ্কুশ হয়ে যাচ্ছে, তারা গ্রাম পঞ্চায়েতের ৭৫ থেকে ৭৭ শতাংশ গ্রাম পঞ্চায়েতের ভোটে জিতছে। কোচবিহার ছাড়াও নজর আছে আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ ও মালদহের দিকে। মুর্শিদাবাদ-মালদহে কংগ্রেস-সিপিএমের দুর্গ, এখানে তৃণমূল কামড় বসালে জোটের রুপো জেতার সম্ভাবনা বিলীন হতে পারে।
গণনার দিন সকালে ফের বেসুরো বেজেছেন তৃণমূল নেতা, প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবীর। বলেছেন, দিদি পুলিশের মন্ত্রী। তাও মুর্শিদাবাদে এত মৃত্যু কেন? তৃণমূলের আর এক বরিষ্ঠ নেতা শিল্পী শুভপ্রশ্নন্নও বলছেন, বাংলা ছাড়া এই অশান্তি অন্য জায়গায় হয় না। এদিকে এদিন গণনার সকালে ডায়মন্ড হারবারে ফকির চাঁদ কলেজের সামনে ব্যাপক বোমাবাজি হয়। আমডাঙার চন্ডীগড়ে সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠে। নানুরে সিপিএম পথ অবরোধ করে হাঙ্গামার পর। গলসি এবং বর্বনিতেও হাঙ্গামা হয়।