ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান অ্যাঞ্জেলিনা জোলির
ইনস্টাগ্রামে তুরস্ক-সিরিয়ার বেশ কিছু ছবি পোস্ট করে অ্যাঞ্জেলিনা লেখেন, তুরস্ক সিরিয়ার মানুষের জন্য আমার হৃদয় ব্যথিত হয়ে উঠেছে। অকল্পনীয় কষ্টে দিনযাপন করছেন দেশ দুটির মানুষেরা।
অ্যাঞ্জেলিনা জানান, তুরস্ক-সিরিয়ার পাশে দাঁড়িয়েছেন তিনি। অন্যদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। ওই পোস্টে অর্থসহায়তার লিংকও শেয়ার করেছেন জোলি। যে কোনো ব্যক্তি লিংকে যোগাযোগ করে টাকা পাঠাতে পারবেন। গত সোমবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় তুরস্ক ও সিরিয়া। এর পর আরও কয়েক ধাপে ভূমিকম্প আঘাত হানে সেখানে। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজারে।
এদিকে নিখোঁজদের উদ্ধারে এখনও চলছে উদ্ধারকাজ। তুরস্কের সহায়তায় বিশ্বের বিভিন্ন দেশ এগিয়ে এসেছে। এর মধ্যেই মানবিকতার আবেদন নিয়ে এগিয়ে এলেন হলিউড নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি।