বাড়ি বাড়ি প্রাকৃতিক গ্যাস পৌঁছে দেবে জাপানের একটি সংস্থা, ভারতে ব্যবসা শুরুর ইচ্ছাপ্রকাশ
ব্যবসার সম্প্রসারণ ঘটিয়ে অধিক মুনাফা ঘরে তুলতেই এমন পরিকল্পনা করছে জাপানি সংস্থাটি
প্রথম নিউজ, ডেস্ক : ভারতের বাজারে ব্যবসা শুরুর পরিকল্পনার কথা জানাল জাপানের গ্যাস সংস্থা ওসাকা গ্যাস (Osaka Gas)। ফলে ভারতীয় গ্যাস সংস্থাগুলির জন্য প্রতিযোগিতা আরও কঠিন হতে চলেছে তা বেশ টের পাওয়া যাচ্ছে। আসলে বিদেশের বাজারে নিজেদের ব্যবসার সম্প্রসারণ ঘটিয়ে অধিক মুনাফা ঘরে তুলতেই এমন পরিকল্পনা করছে জাপানি সংস্থাটি। যদি এটি বাস্তবায়িত হয় তবে জাপানের প্রথম গ্যাস সরবরাহকারী সংস্থা হিসেবে ওসাকা ভারতের বাজারে পা রাখতে চলেছে। এই প্রসঙ্গে ওসাকা গ্যাসের এক মুখপাত্র জানিয়েছেন, “একটি বৈদেশিক সংস্থার সাথে জয়েন্ট ভেঞ্চার বা যৌথ সংস্থা গঠনের মাধ্যমে প্রথম জাপানি প্রতিষ্ঠান হিসেবে আমরা ভারতের গ্যাসের বাজারে পদার্পণ করতে চাই।” অদূর ভবিষ্যতে তারা এটি করবে বলে জানিয়েছে। বর্তমানে ভারত সরকার প্রাকৃতিক গ্যাসের প্রচারের জন্য এই জাতীয় সংস্থাগুলিকে কিছুকাল ভারতে বাণিজ্যের জন্য অনুমোদন দিচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। তারা ভারতের শহরাঞ্চলে বিভিন্ন বাড়ি, গাড়ি এবং শিল্পাঞ্চলগুলিতে গ্যাস সরবরাহের চিন্তাভাবনা করছে। ভূগর্ভস্থ পাইপ এবং লরির মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে গ্যাস। জাপানি কোম্পানির মতে ভারতের শহরগুলিতে গ্যাসে চালিত যানবাহনের সংখ্যার আধিক্য রয়েছে, তাই তাদের ব্যবসায় আশানুরূপ চাহিদা থাকবে বলেই মনে করছে তারা।
প্রসঙ্গত, ২০১৭ সালে ওসাকা গ্যাস বিদেশের বাজারে ব্যবসা শুরু করার পদক্ষেপ নেওয়া শুরু করে, কারণ ২০৩০ সালের মধ্যে নিজেদের মুনাফা তিনগুণ করার লক্ষ্যমাত্রা নেয় তারা। বিদেশের বাজারে ব্যবসার ফলে ৫% থেকে মুনাফা বৃদ্ধি পেয়ে বর্তমানে মোট লভ্যাংশের এক-তৃতীয়াংশ হয়েছে তাদের।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews