বাসে তল্লাশি চালিয়ে ৩ কেজি হেরোইন জব্দ

বাসে তল্লাশি চালিয়ে ৩ কেজি হেরোইন জব্দ

প্রথম নিউজ,কক্সবাজার: কক্সবাজারে একটি বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন প্রায় ৩ কেজি ১৪৭ গ্রাম হেরোইন জব্দ করেছে বিজিবি।

সোমবার (২৮ আগস্ট) কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার বাংলাবাজার নামক স্থান থেকে হেরোইনগুলো জব্দ করা হয়।

লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি বাস তল্লাশি করা হয়। এ সময় বাস থেকে হেরোইন ভরা একটি কালো ব্যাগ পাওয়া যায়। কিন্তু ব্যাগটির মালিককে পাওয়া যায়নি। তিনি আরও জানান, ব্যাগে প্রায় তিন কেজি ১৪৭ গ্রাম হেরোইন পাওয়া যায়।