বিশ্বকাপের সমাপনী আসর মাতালেন নোরা ফাতেহি

বিশ্বকাপের সমাপনী আসর মাতালেন নোরা ফাতেহি
বিশ্বকাপের সমাপনী আসর মাতালেন নোরা ফাতেহি

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : সমাপনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহি ‘লাইট দ্য স্কাই’ গানে নেচে  দর্শক মাতিয়েছেন। তার সঙ্গে মঞ্চে ছিলেন বালকিস, রহমা রিয়াদ ও মানাল। অনুষ্ঠানে ‘আ নাইট টু রিমেম্বার’ নামে একটি গানের সংকলন চালানো হয়, যেখানে এই বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলো ভিডিওর সাহায্যে দেখানো হয়। মার্কিন গায়ক ডেভিডো ও আয়েশা বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ পরিবেশন করেন। এরপর বিশ্বকাপের আর একটি গান ‘আর্বো’ পরিবেশনা করেন ওজুনা ও গিমস।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom