বিশ্বকাপ জিততে পার বা না পার ভারতকে হারাতেই হবে : শাদাব খান
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মাঠে নামার আগে ভারতকে খোঁচা দিলেন শাদাব খান। পাকিস্তানের অলরাউন্ডারের দাবি, প্রথম ম্যাচে রোহিত শর্মার দলের কাছে হারলেও তারাই বেশি শক্তিশালী। হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারলেও বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস সেই ম্যাচ থেকেই পেয়েছিলেন তারা। এই প্রথম পাকিস্তান দলের কোনো ক্রিকেটার মুখ খুললেন ভারতের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর। পাকিস্তানের সহ-অধিনায়ক বলেন, ‘আমরা নিজেদের শতভাগ দেয়ার চেষ্টা করেছিলাম। জানতাম নিজেদের শতভাগ দিতে পারলেই ফল অনুকূলে আসবে। আমরা সবাই নিজেদের শতভাগ দিয়েছিলাম। হ্যাঁ, আমরা ম্যাচটা শেষ করতে পারিনি। বুঝেছিলাম আমরা ওদের থেকেও ভালো দল। উল্লেখ্য, পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছিল ভারত।’ শাদাব আরো বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই বড়। আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওদের জন্যও গুরুত্বপূর্ণ। তাই এই ম্যাচ জেতার জন্য সব সময় চেষ্টা করি আমরা। ছোট থেকে আমরা একটা কথাই শুনে এসেছি। অন্য কিছু তত গুরুত্বপূর্ণ নয়। বিশ্বকাপ জিততে পারো বা না পারো, ভারতকে হারাতেই হবে। এই চাপটা এখন আমরাও অনুভব করি। খেললে তো চাপ থাকেই। না খেললেও চাপ থাকে।’ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেনকে দেয়া সাক্ষাৎকারে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম দু’টি ম্যাচ হেরে যাওয়ার প্রসঙ্গ।
শাদাব বলেন, ‘ব্যক্তিগতভাবে মনে করি দুটো ম্যাচে আমাদের যথেষ্ট দাপট ছিল। শেষ তিন বলে ম্যাচের ফলাফল ঠিক হয়েছে। দুটো ম্যাচেই দায়িত্ব ছিল মহম্মদ নওয়াজের উপর। জয় আনতে না পেরে খুবই হতাশ হয়ে পড়ে নওয়াজ। আমার কাছে এসেছিল।’ নওয়াজ বলেছিল, ‘দু’ম্যাচের শেষ তিনটে বলের কথা কথা কিছুতেই ভুলতে পারছি না। একটায় তিন বলে ১৩ রান, অন্যটায় তিন বলে তিন রান।’ ওকে বলেছিলাম, আমরা যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছি। শুধু শেষ করতে পারিনি। তিনি আরো বলেন, এই সব ম্যাচে চাপ থাকেই। নওয়াজ এমন একজন ক্রিকেটার, যে সব সময় রান করে। রান না পেলেই চাপে পড়ে যায় একটু।
ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালেও নওয়াজ ভালেঅ পারফর্ম করবেন বলে বিশ্বাস করেন শাদাব। সতীর্থের প্রশংসা করে বলেছেন, নেটে বেশ ভালো ব্যাট করছে। প্রতিটা বল খেলছে ব্যাটের মাঝখান দিয়ে। ওর সাথে আলাদা করে কথা বলেছি। বলেছি, শুধু ভালো শট খেলার চেষ্টা করতে। একটা ভালো কভার ড্রাইভ মারতে পারলে চার রান হতে পারে। সেমিফাইনালে যেমন কাট শটে বাউন্ডারি মেরেছিল। শাদাব মনে করেন, ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন নওয়াজ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews