বিশ্বকাপ : কাতারে হামলার পরিকল্পনা আইএসের

কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার বাকি আর মাত্র চারদিন

বিশ্বকাপ : কাতারে হামলার পরিকল্পনা আইএসের
বিশ্বকাপ : কাতারে হামলার পরিকল্পনা আইএসের-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার বাকি আর মাত্র চারদিন। তাই বিশ্বের সব ফুটবলপ্রেমীরা দিন গুনছেন ২০ নভেম্বরের অপেক্ষায়। আবার অনেকে সশরীরে খেলা দেখতে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এই আনন্দের আমেজের মধ্যেই আতঙ্কের খবর এসেছে। বিশ্বকাপের সময় কাতারে জঙ্গি হামলার ছক কষছে ইসলামিক স্টেট (আইএস)।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এই জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়েছে

প্রতিবেদনে বলা হয়েছে, কিছু আইএস সমর্থক মোবাইল অ্যাপ ‘টেলিগ্রাম’ এর মাধ্যমে সন্ত্রাসের এই ডাক দিয়েছে। বিশ্বকাপ চলার সময় জঙ্গি হামলার কথা বলেছে তারা। এ সময় এই গোষ্ঠীর লক্ষ্য হলো সেসব দেশ, যারা বিশ্বমঞ্চে আইএসের বিরোধিতা করে এসেছে। যেমন, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স। শুধু সেসব দেশের ফুটবলারদের ওপরে আক্রমণের কথাই বলা হয়নি। ওইসব দেশ থেকে যেসব দর্শক কাতারে খেলা দেখতে এসেছেন, তাদের ওপরেও হামলার ডাক দেওয়া হয়েছে।

টেলিগ্রাম মাধ্যমে আদানপ্রদান হওয়া বার্তায় বলা হয়েছে, ‘পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। কাতার বিশ্বকাপে অংশ নিয়ে গোল করো। গোল ফাঁকা আছে।’ 

জানা গেছে, আইএসের সমর্থকরা হিংসাত্মক ঘটনা এবং শারীরিক নিগ্রহের ওপরেই নজর দিয়েছে। তারা মনে করছে, সারা বিশ্বের এত মানুষকে একসঙ্গে আর পাওয়া কঠিন হবে। তাই যা করার, এখানেই করতে হবে।

টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে দু’টো ‘ইনফোগ্রাফিক্স’ ও ছড়িয়ে পড়েছে। তার একটায় রয়েছে সেসব দেশের নাম, যারা জোটবদ্ধভাবে আইএস’কে হারানোর ডাক দিয়েছে। আর দ্বিতীয়টায় রয়েছে, কাতার বিশ্বকাপে অংশ নেওয়া সব ক’টি দলের নাম।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom