বাংলাদেশকে ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ পর্যালোচনার আহ্বান জাতিসংঘের
ক্ষমতাসীন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতিসংঘ যা বলুক তা আমরা পরোয়া করি না।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বাংলাদেশে মানবাধিকার, ভোটাধিকার এবং মৌলিক অধিকার লঙ্ঘন বিষয়ক এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেছেন, যেকোনো সদস্য রাষ্ট্রের জন্য আমি বলবো সম্ভবত সবচেয়ে উত্তম মেকানিজম হলো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মধ্যে ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ বা পর্যালোচনা করা। তার কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি প্রশ্ন করেন, জাতিসংঘ বাংলাদেশের শাসকগোষ্ঠীকে মৌলিক মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর যে আহ্বান জানিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে তারা। ক্ষমতাসীন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতিসংঘ যা বলুক তা আমরা পরোয়া করি না।
আমার প্রশ্ন হলো, নিছক উদ্বেগ প্রকাশ ছাড়া মানবাধিকার, ভোটাধিকার, মৌলিক অধিকার ভয়াবহভাবে লঙ্ঘনের জন্য একটি সদস্য রাষ্ট্রকে জবাবদিহিতায় নেয়ার কোনো মেকানিজম আছে কিনা? এ প্রশ্নের জবাবে ডুজাররিক বলেন, আমি বলবো সম্ভবত এটাই উত্তম কৌশল বা মেকানিজম যে, যেকোনো সদস্য রাষ্ট্রকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধীনে ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ পর্যালোচনা করা।