নারায়ণগঞ্জে মির্জা ফখরুল-আলালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ এনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ১৫ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জে মামলার আবেদন করা হয়েছে।
প্রথম নিউজ, নারায়নগঞ্জ: প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ এনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ১৫ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জে মামলার আবেদন করা হয়েছে। জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আকরাম হোসেন বাদল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে এ আবেদন করেন। বুধবার মামলার আবেদন করা হলেও বৃহস্পতিবার পর্যন্ত আদেশ দেননি আদালত। মামলার আবেদনে প্রধান আসামি করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে। তার সাথে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইশরাক হোসেন, চাকরিচ্যুত মেজর দেলোয়ার হোসেন, নুরুল হক নুরু, মেজর (অব.) শহীদুল ইসলাম খান, মো. নুরে ইলিয়াস রিপন, এম রহমান মাসুম, আতিকুর রহমান সবুজ, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, ইলিয়াস মোল্লা, জাকির হোসেন, শেখ মো. তিতুমীর আকাশ ও সাংবাদিক ইলিয়াস হোসেন।
বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল হুদা বলেন, মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপি নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। তারা দলীয় কর্মসূচি দিতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে কুৎসা রটনা মেনে নেয়া যায় না। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা মেনে নিতে পারি না।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: