করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ২ জন, শনাক্ত ২৬৪
শনাক্তের হার ১ দশমিক ৪২ শতাংশ।

প্রথম নিউজ, ঢাকা: দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা কমলেও বেড়েছে শনাক্ত। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ২৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৪২ শতাংশ।
আজ সোমবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর সই করা করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে রোববার (২১ নভেম্বর) করোনায় সাতজন মারা গিয়েছিলেন। আর শনাক্ত হয়েছিলেন ১৯৯ জন।
এদিকে এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জন। এরমধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত দুজনই নারী। তারা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এসময় মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৩৬টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৬৯৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয় ১৮ হাজার ৬১৪ জনের। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়ায় এক কোটি সাত লাখ ৪২ হাজার ৪১১টি।
২০২০ সালের ৮ মার্চ থেকে শনিবার (২১ নভেম্বর) পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ।
এখন পর্যন্ত করোনায় মোট মৃতদের মধ্যে ১৭ হাজার ৮৯৩ জন পুরুষ, আর নারী রয়েছেন ১০ হাজার ৬২ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ৩৩৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ।
বিশ্বে অর্ধকোটিরও বেশি প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর দেশে এ ভাইরাসে প্রথম মৃত্যু ঘটে ওই বছরের ১৮ মার্চ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: