ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল
প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে শত শত নেতাকর্মীর মিছিলটি সকাল ১১ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরাশার বাসস্ট্যান্ড থেকে ফুলবাড়িয়া হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সন্ত্রাসী হামলা ও পুলিশী বাঁধা সত্ত্বেও দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের মিছিলটি সকলের নজর কেঁড়েছে। এই সময় ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচছা জানিয়ে আনন্দ মিছিলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।