বিএনপির সমাবেশ : ঢাবিতে ছাত্রলীগের অবস্থান

আজ বৃহস্পতিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), দোয়েল চত্বর, পলাশী মোড়, কার্জন হলসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সব পয়েন্টে অবস্থান নিতে দেখা যায় ছাত্রলীগ নেতাকর্মীদের।

বিএনপির সমাবেশ : ঢাবিতে ছাত্রলীগের অবস্থান

প্রথম নিউজ, ঢাকা: বিএনপির সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি কিংবা ছাত্রদলের যে কোনো অপচেষ্টা রুখে দিতে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), দোয়েল চত্বর, পলাশী মোড়, কার্জন হলসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সব পয়েন্টে অবস্থান নিতে দেখা যায় ছাত্রলীগ নেতাকর্মীদের। প্রতিবেদনটি লেখা পর্যন্ত এখনো মাঠে রয়েছে নেতাকর্মীরা।

এতে সলিমুল্লাহ মুসলিম হল, বিজয় একাত্তর হল, অমর একুশে হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, স্যার এ এফ রহমান হল, শহীদুল্লাহ হল, রোকেয়া হলসহ প্রায় সব হলের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। নাম প্রকাশে অনিচ্ছুক হল ছাত্রলীগের এক কর্মী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল মিছিল করতে পারে, এই শঙ্কায় আমরা সেখানে ঢাবি ছাত্রলীগের অবস্থান জানান দিতে নেতাদের নির্দেশে সকাল ৭টা থেকে অবস্থান করছি।

অবস্থানের বিষয়ে জানতে চাইলে সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সভাপতি তানভীর সিকদারবলেন, সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ অক্ষুণ্ন এবং ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় সলিমুল্লাহ হল ছাত্রলীগ সর্বদা সোচ্চার। তারই পরিপ্রেক্ষিতে আজ হল ছাত্রলীগের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে পলাশীতে অবস্থান কর্মসূচি পালন করেছে সলিমুল্লাহ হল ছাত্রলীগ।। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নির্বিঘ্ন রাখতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সলিমুল্লাহ হল ছাত্রলীগ সর্বদা জাগ্রত থাকবে।

এদিকে ঢাবি ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ। তাদের যে কোনো ধরনের নাশকতা, অপচেষ্টা রুখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom