বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেপ্তার

প্রথম নিউজ, বরিশাল: বরিশাল-৫ আসনের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি জেবুন্নেছা আফরোজকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ শনিবার পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, জেবুন্নেছা আফরোজের আটকের বিষয়টি বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি। তবে ঢাকা থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।