বারান্দার গ্রিলের সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ে জান্নাতুল ফেরদৌস ইতি (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরের দিকে খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া আক্তার বলেন, আমরা খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যাই। ওই বাসার বারান্দার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা গৃহবধূর মরদেহ উদ্ধার করি। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা যায় তার স্বামী মেহেদী হাসানের সঙ্গে মনোমালিন্যের জেরে এই ঘটনা ঘটেছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার স্বামীকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে তারা নন্দীপাড়া এলাকার জাহানবাগ গার্ডেনে থাকেন। তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল থানা এলাকায়।