বিরোধীদের প্রথম যুগপৎ কর্মসূচি কাল
গঠন হচ্ছে লিয়াজোঁ কমিটি
প্রথম নিউজ, অনলাইন: আগামীকাল থেকেই শুরু হচ্ছে সরকারবিরোধী দলগুলোর যুগপৎ আন্দোলনের কর্মসূচি। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার ঢাকা ছাড়া সারা দেশে গণমিছিল ও সমাবেশ করবে বিএনপিসহ সমমনা দলগুলো। কর্মসূচি হবে আলাদা আলাদা। গণমিছিল সফল করতে ঢাকা থেকে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা বেশ কিছু জেলায় যাচ্ছেন। দলীয় সূত্র জানায়, অন্তত ১৯টি জেলার কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা অতিথি হিসেবে অংশ নেবেন। যুগপৎ এই কর্মসূচি সফল করতে বিএনপি’র পাশাপাশি অন্যান্য দলের নেতারাও ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। বর্তমানে কোনো জোটে না থাকলেও জামায়াতে ইসলামীও আলাদাভাবে এ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে। বিএনপি নেতারা জানিয়েছেন, আগামীকালের কর্মসূচি থেকে দল ঘোষিত ১০ দফা এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের ২৭ দফার বিষয় সাধারণ মানুষকে অবহিত করা হবে। এজন্য লিফলেটও তৈরি করা হয়েছে।
সরকারের পদত্যাগ দাবি এবং রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা নিয়ে বিরোধীদের এই কর্মসূচি ক্রমে সরকার পতনের এক দফার দিকে যাবে বলে নেতারা জানিয়েছেন। ২৪শে ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন হওয়ায় এ দিন ঢাকায় কর্মসূচি পালন করা হচ্ছে না। ঢাকায় ৩০শে ডিসেম্বর যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল ও সমাবেশ হবে। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সে দিনটিকে কালোদিবস হিসেবে আখ্যায়িত করে বিরোধী দলগুলো প্রতিবছর কর্মসূচি পালন করে আসছে। এবার এই দিনেই তারা যুগপৎ কর্মসূচি পালন করছে। এরইমধ্যে বিএনপি সমমনা দলগুলোর সঙ্গে কয়েক দফা সংলাপ ও বিভাগীয় সমাবেশের মধ্যদিয়ে প্রাথমিক প্রস্তুতি সেরে রেখেছে। যুগপৎ আন্দোলন শুরু হলেও এখনো সমন্বয় কমিটি করা হয়নি। নেতারা জানিয়েছেন, দু’এক দিনের মধ্যেই আলাদা আলাদা কমিটি গঠন করা হচ্ছে। সূত্র জানায়, বিএনপি কোনো জোট গঠন না করলেও গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট ও ৭ দলীয় জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক লিয়াজোঁ কমিটি গঠন করবে।
এক্ষেত্রে যুগপৎ আন্দোলন সফল করতে দলটির স্থায়ী কমিটির একজন সদস্যকে প্রধান সমন্বয়ক করে বিভিন্ন জোটের শীর্ষ ব্যক্তিদেরকে রাখা হচ্ছে। এক্ষেত্রে ২টি লিয়াজোঁ কমিটি যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দিতে পারেন। একটি কর্মসূচি ঘোষণা করবেন, অন্যটি কর্মসূচি বাস্তবায়ন করবে। তবে বিএনপি’র নীতিনির্ধারণী ফোরাম দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির অপেক্ষায় রয়েছেন। মির্জা ফখরুল গ্রেপ্তারের আগে লিয়াজোঁ কমিটির প্রধান সমন্বক হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম আলোচনায় ছিল। তবে মহাসচিব কারাগারে থাকায় লিয়াজোঁ কমিটি নিয়ে শিগগিরই নির্দেশনা দেবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সূত্র জানায়, যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি সফল করতে কয়েকদিন ধরে জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা বিভিন্ন মামলায় কারাগারে থাকায় তারেক রহমান নিজেই তৃণমূল পর্যায়ে দিকনির্দেশনা দিচ্ছেন।
তারই ধারাবাহিকতায় আজ কেন্দ্রীয় নেতারা জেলায় জেলায় যাচ্ছেন। বিএনপি’র যুগপৎ আন্দোলন গণমিছিলের কর্মসূচি বাস্তবায়ন করবেন তারা। ঢাকা বাদে ৯টি সাংগঠনিক বিভাগের সদর শহর ও ওইসব বিভাগের বড় একটি জেলাসহ মোট ১৯টি জেলায় গণমিছিলে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, দলীয় প্রধানের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও যুগ্ম মহাসচিবগণ। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন চট্টগ্রামে, গয়েশ্বর চন্দ্র রায় রাজশাহীতে ও আমীর খসরু মাহমুদ চৌধুরী বরিশালে এবং ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সিলেটে যাচ্ছেন। বাকি জেলাগুলোতেও গণমিছিলের কর্মসূচিতে থাকবেন দলের কেন্দ্রীয় নেতাসহ সংশ্লিষ্ট জেলার নেতারা। এ ছাড়াও সারা দেশে গ্রেপ্তার নেতাদের অবর্তমানে পরবর্তী নেতাকে ওই দায়িত্ব দেয়া হয়েছে। এরই মধ্যে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট জেলায় পাঠিয়ে দেয়া হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, বিএনপি’র যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি শনিবার সারা দেশ পালিত হবে। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতারা অংশ নিবেন।
শুক্রবার ঢাকা থেকে বিভাগীয় শহর ও জেলাগুলোতে যাবেন স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, দলীয় প্রধানের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও যুগ্ম মহাসচিবগণ। তারা একদিন আগে গিয়ে প্রথমেই স্থানীয় নেতাদের সঙ্গে এ নিয়ে বৈঠক করবেন। তারা দলের ১০ দফা দাবিনামা ও ২৭ দফা রূপরেখা নিয়ে তৃণমূল নেতাদের ব্রেইন স্টর্মিং সেশন করবেন। তিনি বলেন, বিএনপি’র এই ১০ দফা দাবিনামার লিফলেট ও ২৭ দফা রূপরেখার বুকলেটটি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে দায়িত্ব দেয়া হবে। তারাই তাদের গ্রুপে এগুলো পৌঁছে দেবে। এ নিয়ে আলোচনা সভা, সেমিনার ও সিম্পোজিয়াম এবং উঠান বৈঠকেরও আয়োজন করতে পারবেন তারা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews