বৈরিতা ভুলে সাগরিকায় ‘বন্ধু’ সাকিব-তামিম

লজ্জা বাঁচাতে জিততেই হবে টাইগারদের। এমন কঠিন মুহূর্তে সাগরিকায় ফের দেখা গেল ‘বন্ধু’ সাকিব আল হাসান ও তামিম ইকবালকে।

বৈরিতা ভুলে সাগরিকায় ‘বন্ধু’ সাকিব-তামিম
বৈরিতা ভুলে সাগরিকায় ‘বন্ধু’ সাকিব-তামিম

প্রথম নিউজ, খেলা ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশের হুমকি টাইগারদের সামনে। এক কথায় কঠিন চ্যালেঞ্জ বললে ভুল হবে না। লজ্জা বাঁচাতে জিততেই হবে টাইগারদের। এমন কঠিন মুহূর্তে সাগরিকায় ফের দেখা গেল ‘বন্ধু’ সাকিব আল হাসান ও তামিম ইকবালকে। ঘরের মাঠে মিরপুর শেরেবাংলার উইকেটে দাপট দেখিয়ে টানা দুই ম্যাচ জিতে নিয়েছে ইংলিশরা। এবার চ্যালেঞ্জ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বরাবরই টাইগারদের পয়মন্ত ভেন্যু চট্টগ্রাম। এই মাঠেই ২০১১ ওয়ানডে বিশ^কাপে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। তবে ১২ বছরে বদলে গেছে ইংলিশ শিবির। এশিয়াতেও তারা নিজেদের দাপট দেখাচ্ছে। সীমিত ওভারের দুই ফরম্যাটেই এখন তারা বিশ^চ্যাম্পিয়ন। তাই চট্টগ্রামের উইকেটেও তাদের বিপক্ষে জয় পাওয়া খুব একটা সহজ হবে না। যে কারণে গতকাল সাগরিকায় পা রেখে উইকেট  দেখে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে দেখা যায় খানিকটা দ্বিধাগ্রস্ত। সঙ্গে কিউরেটর ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে থাকলেও নিজের ঘরের মাঠের উইকেট কেমন হবে তা  যেন বুঝতে পারছিলেন না ওয়ানডে অধিনায়ক। ঠিক তখনই সব মান অভিমান ভুলে তামিম গলা উঁচিয়ে আওয়াজ দিয়ে ডাকলেন ‘সাকিব, সাকিব বলে। আর সেই ডাকে সাড়া দিয়ে এগিয়ে গেলেন সাকিবও। দু’জন মিলে বেশ কিছুক্ষণ আলাপ করলেন সাজালেন প্রতিপক্ষের বিপক্ষে রণ কৌশলও। বলার অপেক্ষা রাখে না এমনটাই দেখতে চান টাইগার ক্রিকেটের ভক্তরাও।

সাকিব-তামিম দু’জন একে অপরের সঙ্গে কথা বলেন না! ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে এমনই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার দাবি ছিল দু’জনের এমন বৈরী সম্পর্কের কারণে প্রভাব পড়ছে দলে। ড্রেসিংরুমের পরিবেশটাও স্বাস্থ্যকর নয়। তবে কথা না বলার বিষয়টি তামিম স্বীকার করে নিলেও এর প্রভাব জাতীয় দলে পড়ছে না বলেই জানিয়েছেন তামিম। তার জোরালো দাবি যখন সাকিব ও তিনি মাঠে নামেন জাতীয় দলের হয়ে তখন বাইরের কোনো কিছু ম্যাটার করে না। তবে মিরপুর শেরেবাংলা মাঠে প্রথম দুই ম্যাচে দেশের দুই সিনিয়র তারকাকে সেই ভাবে কথা বলতে দেখা যায়নি। তবে দ্বিতীয় ম্যাচে দলের চরম বিপদের মুহূর্তে হাল ধরেছিলেন দু’জন। ৬৫ বলে ৪ বাউন্ডারিতে ৩৫ করে তামিম হয়েছেন মঈনের শিকার। তাতেই ভেঙেছে সাকিবের সঙ্গে ১১১ বলে গড়া তার ৭৯ রানের জুটি। সেই সময় তাদের মধ্যে দেখা গেছে দারুণ বোঝাপড়ার চিত্রও। তখন থেকেই ধারণা করা হচ্ছিল হয়তো দু’জনের মধ্যে জমে থাকা অভিমানের মেঘ কেটে যাবে দ্রুতই। হয়তো সাগরিকার বিশালতায় শুরু হচ্ছে সেই দিন বদল।  

টানা সাত বছর ঘরের মাঠে ওয়ানডে সিরিজে রাজত্ব করা বাংলাদেশ হোঁচট খেয়েছে ইংল্যান্ডের কাছে। ২০১৫ বিশ্বকাপের পর দারুণ ছন্দে থাকা বাংলাদেশ ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে। এরপর ঘরের মাঠে সাতটি সিরিজে আধিপত্য বিস্তার করে জিতেছে স্বাগতিকরা। কিন্তু ঘরের মাঠে রাজত্ব করা দলটিকে এবার মাটিতে নামিয়ে এনেছে ইংলিশরা। গতকাল সিরিজের শেষ ওয়ানডের আগে ঐচ্ছিক অনুশীলন বলে মাঠে আসেননি পেসার তাসকিন আহমেদ, ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে দলের ক্রিকেটারদের সঙ্গে টি-টোয়েন্টি দলের ক্রিকেটারদের অনুশীলনে দেখা গেছে। সকালে স্টেডিয়ামে ঢুকতেই দেখা গেছে শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরীকে টানা বোলিং করতে। ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডের বাইরে থাকা দুই ক্রিকেটারদের অনুশীলনে ব্যস্ত থাকতে দেখে বিস্ময় লুকানো যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের চাওয়াতেই দুই পেসারকে জাতীয় দলের সঙ্গে রাখা হয়েছে।
 ব্যাট ধরায় গালি দিলেন মুশফিক!
অন্যদিকে গতকাল মাঠে মেজাজ হারিয়েছেন দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহীম। ইংল্যান্ডের বিপক্ষে দল হারছে তার ওপর তিনি ব্যাট হাতে ব্যর্থ। তাই ব্যাটিং নিয়ে ছিলেন বেশ মনোযোগী। মাঠে নিয়ে এসেছিলেন নতুন একটি ব্যাট। তবে তার অনুশীলনে যাওয়ার আগে সেই ব্যাট দেখে দারুণ মুগ্ধ হন তারই ভায়রা মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি দারুণ ব্যাটটি সকলকে দেখান, এ ছাড়াও অনেকটা সময় নকিংও করেন। এরপরও সেই ব্যাট হাতে নেন টি-টোয়েন্টিতে সুযোগ পাওয়া রনি তালুকদার। তবে মুশফিক যখন ব্যাট করতে যান তিনি দেখেন তার ব্যাটটি ব্যবহার করা হয়েছে। এমনটি বুঝতে পেরে ভীষণ রেগে যান। কে বা কেন এটি ব্যবহার করেছে তা জানতে চান টিম বয়দের কাছে। সেই সময় তিনি ভাষায় প্রকাশে না যাওয়ার একটি শব্দ ব্যবহার করে গালিও দেন! তবে এটি ছাড়া গতকাল দলের গোটা পরিবেশটা বেশ ফুরফুরে মনে হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: