বার অ্যাসোসিয়েশন মসজিদে চুরির ঘটনায় গ্রেপ্তার তিন

গ্রেপ্তাররা হলেন- জামাল চৌধুরী, মো. মুন্না শেখ ও দ্বীন ইসলাম। সোমবার (২২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মসজিদের গেইট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বার অ্যাসোসিয়েশন মসজিদে চুরির ঘটনায় গ্রেপ্তার তিন

প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মসজিদে চুরির ঘটনায় তিন চোরকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- জামাল চৌধুরী, মো. মুন্না শেখ ও দ্বীন ইসলাম। সোমবার (২২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মসজিদের গেইট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাজিরুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৬ জানুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মসজিদ থেকে একজন আইনজীবীর দুটি মোবাইল ফোন ও নগদ টাকা চুরি হয়। চুরির ঘটনায় ১৮ জানুয়ারি শাহবাগ থানায় একটি মামলা করা হয়। মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

শাহবাগ থানার মামলায় গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।