কবরস্থানে মিলল কিশোরের মরদেহ

কবরস্থানে মিলল কিশোরের মরদেহ

প্রথম নিউজ, বগুড়া: বগুড়া সদরে তাজবীর (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার একটি কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাজবীর নুনগোলার দশটিকা দক্ষিণপাড়ার তাজুলের ছেলে এবং সে গ্রিল মিস্ত্রির কাজ করতো।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাজবীর একটি গ্রিলের দোকানে কাজ করতো। কাল সন্ধ্যায় কাজ শেষে দোকান থেকে বের হয়। কিন্তু পরে বাড়িতে আর ফিরেনি। এরপর আজ সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে তাজবীরের মরদেহ উদ্ধার করে। 

ওসি বলেন, আমরা এখনও ঘটনাস্থলে আছি। তাজবীরের দেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার সঙ্গে থাকা সাইকেলটির খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ হত্যার বিষয় খতিয়ে দেখছে।