ব্যাটারিচালিত থ্রি-হুইলার ক্রয়-বিক্রয়ের নিষেধাজ্ঞা বাতিল

আজ সোমবার  প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

ব্যাটারিচালিত থ্রি-হুইলার ক্রয়-বিক্রয়ের নিষেধাজ্ঞা বাতিল
ফাইল ফটো

প্রথম নিউজ, ঢাকা: ব্যাটারিচালিত থ্রি-হুইলার বন্ধে হাইকোর্টের দেওয়া নির্দেশ সংশোধন করে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয়ে দেওয়া নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন আদালত।

আমদানিকারকের পক্ষে করা আপিল আবেদন শুনানি নিয়ে আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চ একটি দ্বৈত বেঞ্চ ব্যাটারিচালিত থ্রি-হুইলার বন্ধের নির্দেশ  দেন। একই সঙ্গে, এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞাও দেন আদালত। এর আগে ২০২১ সালের বছরের ১৩ ডিসেম্বর বাঘ ইকো মোটরস লিমিটেডের সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে হাইকোর্টে রিটটি করা হয়। রিটে শিল্প সচিব, সড়ক পরিবহন সচিব, পরিবেশ সচিবসহ সাতজনকে বিবাদী করা হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom