বিমান হামলার প্রতিশোধ নিতে ইসরাইলে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ইসরাইলি বাহিনী যে হামলা চালিয়েছে তাতে নারী ও শিশুসহ অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত ও ২০ জনের বেশি আহ্ত হয়েছেন।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: দখলদার ইসরাইলের ইহুদি উপশহরে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। গাজায় টানা দুদিন ধরে ইসরাইলি বিমান হামলার প্রতিক্রিয়ায় বুথবার এ হামলা চালানো হয়েছে।খবর সিএনএন ও আল-জাজিরার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ইসরাইলি বাহিনী যে হামলা চালিয়েছে তাতে নারী ও শিশুসহ অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত ও ২০ জনের বেশি আহ্ত হয়েছেন।
এর প্রতিবাদে ইহুদিবাদীদের উপশহর সিদরুত ও আসকালানসহ বিভিন্ন এলাকায় শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ফিলিস্তিনি সংগ্রামীরা। ক্ষেপণাস্ত্র হামলার পরপরই সিদরুতসহ কয়েকটি উপশহরে সাইরেনের শব্দ শোনা যায়। এদিকে, গাজায় বুধবারও ইসরাইলের বিমান হামলা অব্যাহত ছিল। বুধবারের হামলায় গাজার খান ইউনুসে অন্তত এক ফিলিস্তিনি নিহত ও আরও একজন আহত হয়েছেন। এছাড়া পশ্চিমতীরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।এ নিয়ে গত দুই দিনে ইসরাইলি হামলায় ১৬ জন ফিলিস্তিনি ট্রাণ হারালেন।
এদিকে গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরাইলে একাধিক রকেট হামলা চালানো হয়েছে বলেও আলজাজিরার খবরে বলা হয়েছে। অন্যদিকে, ইসরাইলি বাহিনী আল কুদুস ব্রিগেডের ক্যাম্পসহ গাজার বিভিন্ন স্থাপনায় হামলা করেছে। আল কুদুস ব্রিগেড হলো ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা। মঙ্গলবারও ইসলামিক জিহাদের শীর্ষ তিন নেতার বাসস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। এতে ওই তিন নেতাই নিহত হন।